উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে:
নাটোরের বড়াইগ্রামের বাহামালী পশুর হাটে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ফ্রী র্যাপিড এন্টিজেন টেষ্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১৮ই জুলাই সকালে চলমান করোনা সংক্রমন মোকাবেলায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং নাটোর জেলা প্রশাসক শামিম আহমেদ এর ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় এই ফ্রি করোনা টেস্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দিনব্যাপী এ টেস্ট ক্যাম্পের উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাঝগাও ইউপি’র ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি
১৮ই জুলাই রবিবার ২০২১
মোবাইল-০১৭১৩-৭২৪৮৪৫
Posted ৮:০৯ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১