গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত ৯৬ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণকালে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথা বলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তরের মাঠে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া (পিএসসি), দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহম্মদ জাকী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উলস্নাহ আবেদ (এসজিপি), পুলিশ সুপার আনোয়ার হোসেন ও জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। ৯৬ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে ফুলবাড়ী প্রশিক্ষণকেন্দ্রের সর্ববিষয়ে সেরা রিক্রুট হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রশিক্ষণার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
উলেস্নখ্য, ২১৯ জন রিক্রুট নিয়ে ৯৬ তম রিক্রুট ব্যাচের ২৪ সপ্তাহের মৌলিক প্রশিক্ষন গত ৩১ জানুয়ারি ফুলবাড়ী রিক্রুট প্রশিক্ষন কেন্দ্রে শুরম্ন হয়। ওই প্রশিক্ষন শেষে গতকাল শনিবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যেমে তাদের সৈনিক জীবনের সূচনা ঘটেছে।