শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা (তেজগাঁও) রুটে স্পেশাল ক্যাটেল ট্রেনে কোরবানি পশু পরিবহন আজ থেকে শুরু

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা (তেজগাঁও) রুটে স্পেশাল ক্যাটেল ট্রেনে কোরবানি পশু পরিবহন আজ থেকে শুরু

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ
আর ৩ দিন বাদেই ঈদুল আযহা। রেল মন্ত্রণলয়ের উদ‌্যোগে এবার স্বল্প ভাড়াতে ঢাকায় কোরবানি পশু পরিবহনের জন্য দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালু হচ্ছে।
এ ট্রেন চলবে ১৭ জুলাই থেকে ১৯ জুলাই মোট ৩ দিন। এ সময়ে গরুর খামারিরা তাদের কোরবানি পশু কম ভাড়ায় ঢাকাতে পরিবহন করতে পারবেন।
শনিবার (১৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ থেকে স্পেশাল ক্যাটেল ট্রেনে ৪টি ওয়াগনে (পণ্যবাহী বগি) মোট ৮০টি গরু ঢাকায় যাবে।
এতথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ।
মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা (তেজগাঁও) রুটে স্পেশাল ক্যাটেল ট্রেনে কোরবানি পশু পরিবহনের জন্য চালু করা হয়েছে। প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু ঢাকায় যাবে। ওই গরুগুলোর জন্য মোট ৪টি ওয়াগন প্রস্তুত করা হয়েছে। ১টি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে।
মোহাম্মদ ওবাইদুল্লাহ আরও জানান, ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে ভোররাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে তেজগাঁও পৌঁছাবে। আবার ভোর ৫টায় তেজগাঁও ছেড়ে ফিরতি ট্রেন চাঁপাইনবাবগেঞ্জে রওয়ানা হবে।

ফেরদৌস সিহানুক শান্ত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

আপনার মতামত দিন

Posted ৪:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com