শুক্রবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি, বাধা দেয়ায় খুন

নরসিংদী থেকে সংবাদ কর্মী হাজী জাহিদ: :-

নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি, বাধা দেয়ায় খুন

নরসিংদীতে বাড়িতে ডাকাতি করার সময় বাধা দেয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা।

শুক্রবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ পালিয়ে যায়।

নিহত সাজ্জাদ হোসেন আরিফ ওই এলাকার মোবারক হায়াতের ছেলে ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। নিহতের স্বজনেরা জানান, ৮ থেকে ১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আরিফ বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন আর্তচিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতরা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছেন গৃহকর্তা মোবারক হায়াত।

খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার ঘটনাটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে তদন্তের পর তা বলা যাবে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। আরিফের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন

Posted ৪:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com