আর.জে মিজানুর রহমান ইমনঃ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভাগিনাকে (বায়ুপথে) ধর্ষণের অভিযোগে চাচাত মামা (মায়ের চাচাতো ভাই) সোহেল মিয়ার বিরুদ্ধে (২৪) কে পুলিশ গ্রেফতার করে আজ (১৪-জুলাই) বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছ । মামলার সূত্রে জানা যায়, উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের কাজল মিয়ার শিশু পুত্র সাব্বির হোসেন (৭) নানার বাড়ি বনপলাশিয়া গ্রামে বসবাস করে মাদ্রাসা পড়াশুনা করতো । গত (২৫ জুন) দুপুরে কুতুব উদ্দিনের পূত্র চাচাতো মামা সোহেল মিয়া বিলে নিয়ে খড়াজালের (টং-ঘরে) পায়ুপথে ধর্ষন করে মাদ্রাসার শিশু ছাত্র সাব্বির । রক্তাক্ত অবস্থায় শিশু বাড়িতে এসে তার নানীকে বিষয়টি জানালে তারাকান্দা বাজারে প্রাথমিক চিকিৎসা করে ।
পরে শিশু সাব্বিরের শারীরিক অবস্থা অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য (২৮জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । এ ঘটনায় নির্যাতিত ঐ শিশুর মা মোছাঃ চম্পা বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার তারাকান্দা থানা ধর্ষক লম্পট সোহেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন২০০০ (সংশোধনী’র-৯ (১) ধারা মামলা দায়ের করেছে । মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামি সোহেল মিয়াকে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার দিবাগত ভোর রাতে গ্রেফতার করা হয়েছে ।
Posted ২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১