নরসিংদী থেকে সংবাদ কর্মী হাজী জাহিদ: :-
চৌকিদারে পুলিশ পরিচয় দিয়ে কিশোরীকে ধর্ষন করার অভিযোগ করেন ধর্ষিতা ও ধর্ষিতার মা।ঘটনাটি ঘটেছে নরসিংদির পলাশ উপজেলার জির্নাদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কালীর বাজার এলাকার ভারার চর গ্রামে ধর্ষিতা ও তার মা জানান গত বুধবার রাত্রে ১২ টার সময় পাশাপাশি ওর্য়াড পাশাপাশি গ্রাম ৫ নং ওয়ার্ড এর রাস্তার এপাশ ওপাশ এর মৃত কামালের ছেলে চৌকিদার শরীফ মিয়া ধর্ষিতার বাড়িতে এসে রাত্র১২ টার সময় এসে থাকার ঘরের দরজা খোলার কথা বললে দরজা না খুলতে চাইলে চৌকিদার শরীফ মিয়া বলে সে পুলিশ, এ পুলিশ পরিচয় দিয়ে কিশোরীকে দরজা খোলাতে বাধ্য করে, দরজা খোলার পর মুখে চেপে ধরে পাশের রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে,ধর্ষনের শেষ পর্যায়ে কিশোরীর এক চাচি মনিবেগম স্বামী শুক্কুর আলী এসে দেখা পেলেন এবং চৌকিদার শরীফ ধমক দিয়ে চলে যায়, যেন এব্যাপারে কোন বাড়াবাড়ি না করে।ধর্ষিতার মা একটি মিলে শ্রমিকের কাজ করে ঘটনার সময় সে কর্মস্থলে কর্মরত ছিলেন তাই এ সুযোগে শরীফ এ কিশোরীকে ধর্ষন করার সুযোগ কাজে লাগায়।৫ নং ওয়ার্ড মেম্বার মনিরুলজ্জামান ভূইয়া আজাদ জানান তিনি ঘটনার কথা শুনেছেন এবং তিনি দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। ৪ নং ওয়ার্ড একই গ্রামের আওয়ামী লীগের নেতা টিটু মিয়া জানান তিনি ঘটনাটি সত্যি এবং শুক্কুর আলীর স্রী মনি বেগম তাকে অবগত করেন।এলাকবাসী জানা ঘটনা সঠিক চৌকিদার শরীফ মিয়া এক জন উশৃংখল এলকার চিহ্নিত খারাপ লোক সে আগে ও এধরনের বহু ঘটনা ঘটিয়েছে, মৃত গরু জবাই করে মাংস বিক্রি করে জরিমানা দিয়েছে।ভুক্তভোগীরা ও এলাকার জনগন জানান কিশোরীর পরিবার গরিব অসহায় বিধায় শরিফের হুমকি ধমকি ও ভয় ভিতীর কারনে থানায় মামলা করার জন্য সাহস পাচ্ছে না।এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যেন সঠিকভাবে তদন্ত করে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই ধর্ষনের ঘটনার সঠিক আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়।
Posted ২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১