আর জে মিজানুর রহমান, ময়মনসিং থেকে :
আর.জে মিজানুর রহমান ইমনঃ তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় ধর্ষিতা কিশোরী সন্তান প্রসব । অবশেষে ধর্ষক আব্দুল মোতালেব (৬০) কে পুলিশ গ্রেফতার করে (১৪-জুলাই) বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে । জানা গেছে, উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের চান্দের বাজারে পার্শ্ববর্তী কাকচর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র ধর্ষক আব্দুল মোতালেব (৬০) বেকারির মালিক ছিলো এবং ঐ ধর্ষিতা মেয়ের পিতা তার বেকারীতে কাজ করতো । সেই সুবাদে ময়মনসিংহের তারাকান্দার উপজেলার মজমপুর গ্রামের এয়াদ আলীর, কিশোরী কন্যা (১৪) তার পিতার কর্মস্থলে আসা যাওয়া করত ।
সেখান থেকেই বেকারী মালিক ধর্ষক আব্দুল মোতালেবের কু-দৃষ্টি পরে ঐ কিশোরীর উপর । এক পর্যায়ে বেকারী মালিক আব্দুল মোতালেব বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে । ফলে ঐ কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং কিশোরী কন্যা গত (৭-জুলাই) বুধবার ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে কন্যা সন্তান প্রসব করেছে ।
এ ব্যাপারে ধর্ষিতা কিশোরীর পিতা এয়াদ আলী বাদী হয়ে আব্দুল মোতালেব সহ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে । বিজ্ঞ আদালতের নির্দেশে তারাকান্দা থানা পুলিশ বুধবার মামলা রুজু করে । এবং
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে গৌরীপুর উপজেলার শাহবাজপুর এলাকা থেকে ধর্ষক আব্দুল মোতালেব গ্রেফতার করা হয়েছে ।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১