নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৪ জুলাই (বুধবার) জন্মদিন উপলক্ষে( B+) বি পজেটিভ রক্ত শূন্যতা রুগীর জন্য রক্ত দান করলেন-মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ভূমিহীন আন্দলোন রুহিয়া থানা শাখার প্রচার সম্পাদক আকাশ রহমান (সাংবাদিক)
তিনি জানান, প্রতিবছর একটি বিশেষ দিন আমাদের জীবনে আগমন ঘটে, সেই দিনটি হচ্ছে জন্মদিন ৷ দিনটি প্রত্যেকের কাছেই বহুল প্রতিক্ষিত, সারা বছর অপেক্ষায় থাকা হয় সেই দিনটির৷ বেশিরভাগ মানুষ দিনটিকে পালন করে থাকে নানা আয়োজনের মাধ্যমে, কেউবা দিনটিকে করে তুলতে চায় স্মরণীয়৷ এক্ষেত্রে জন্মদিনটিকে স্মরণীয় করতে একটি উত্তম পদক্ষেপ হতে পারে রক্তদান৷
রক্তদানের উপকারিতা সম্পর্কে যদিও নতুন ভাবে তেমন কিছু বলার নাই, তবে রক্তদানের ক্ষেত্রে একটি ভুল ধারণা আমাদের মাঝে কাজ করে৷ অনেকেই ভেবে থাকেন, রক্তদান করলে শারিরীক ক্ষতি হয়৷ এই বিষয়টি পুরোপুরি ভ্রান্ত ধারনা ৷ রক্তদানের ফলে যেমন রক্তগ্রহীতার জীবন বাঁচে, তেমনি রক্তদাতারও শারিরীক ভাবে উপকৃত হয়ে থাকেন৷
তাই জন্মদিনকে স্মরণীয় করতে রক্তদানের মাধ্যমে সৃষ্টি করুন একটি অনন্য দৃষ্টান্ত৷
তিনি আরো বলেন, এইভাবে যেন সারাজীবন মানুষের সেবা করে আসতে পারি, শুধু আমি না, সকল মানুষ যে সবার জীবন বাচাতে এগিয়ে আসার অনুরোধ জানায় ও সবার কাছে দোয়া চান তিনি।
Posted ৩:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১