ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরটিপিসিআর ল্যাবে ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৮ ও গোমস্তাপুরে ৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮.৭৯ শতাংশ। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৬৩ জনের নমুনা পরীক্ষা ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২০, শিবগঞ্জে ১ ও ভোলাহাটে ২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৭৪ শতাংশ। মোট গড় সনাক্তের হার ১২.১২ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ বুধবার সকাল থেকে তার বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট ৪৫৫৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩৮৬৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ২০৩ জন।
Posted ২:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১