শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

খুলনায় বহুকাঙ্ক্ষিত ‘শেখ রাসেল সিভিক সেন্টার’ অনুমোদনের অপেক্ষায়

মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনায় বহুকাঙ্ক্ষিত ‘শেখ রাসেল সিভিক সেন্টার’ অনুমোদনের অপেক্ষায়

বাংলাদেশে এই প্রথম খুলনায় বহুকাঙ্ক্ষিত ‘শেখ রাসেল সিভিক সেন্টার’ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্প ব্যয় ও নকশার কাজ প্রায় শেষ।
গত ২০ আগস্ট প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ১৫২ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করবে। এটি বাস্তবায়ন হলে নগরবাসী একটি স্থান থেকে নানাবিধ সুবিধা পাবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ।
নগরীর নতুন রাস্তার মোড়ের কবির বটতলায় মেইন সড়কের পাশে কেডিএর নিজস্ব ১.৪ একর জমিতে ‘শেখ রাসেল সিভিক সেন্টার’ বাস্তবায়ন করা হবে।
কেডিএর সূত্র জানায়, ইতিমধ্যে জায়গায়টি দখলমুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে আনা হয়েছে। চারদিকে ঘিরে সাঁটানো হয়েছে সাইনবোর্ড। প্রকল্পের মধ্যে একটি স্থানেই নগরবাসীকে অনেক সুবিধা দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পে তিনটি ভবন থাকবে। এর মধ্যে তিনতলাবিশিষ্ট অডিটরিয়াম, ছয় তলাবিশিষ্ট ভবন এবং ৯তলা ভবন নির্মাণ করা হবে। থাকবে শেখ রাসেলের ম্যুরাল।
প্রকল্পের মধ্যে আরও রয়েছে অডিটরিয়াম, এমপি থিয়েটার (ওপেন থিয়েটার), কনফারেনস রুম, জিমনেশিয়াম, মাল্টিপারপাস হল, ক্লাব হাউস, সেমিনার হল, গেস্ট হাউস, আবাসিক ব্যবস্থা, রেস্টুরেন্ট, এক্সবিশন হল, শপ, সবুজায়ন ও পার্কিং ব্যবস্থা।

আপনার মতামত দিন

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com