মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টার :
মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকরাম আলী রোডে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মো. রুবেল (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১২ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মো. রুবেল ইপিজেড থানার আকরাম আলী রোডের মাইনুদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, “রাস্তা পার হতে গিয়ে অজানা ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আজকে সকালে তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।”
Posted ৯:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১