শুক্রবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

লালমনিরহাটে দুই সাংবাদিকের উপর হামলা

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।

লালমনিরহাটে দুই সাংবাদিকের উপর হামলা

লালমনিরহাটের হাতীবান্ধায় ৬ দিনের ব্যবধানে দুই জন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকালে ওই উপজেলার বড়খাতা এলাকায় সেলিম সম্রাট নামে এক সাংবাদিক হামলার শিকার হন। এর আগে গত মঙ্গলবার আনন্দ টেলিভিশনের সাংবাদিক রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন। এ দিকে সাংবাদিকের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টা সময় নিয়েছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।
সাংবাদিকরা জানান, সৃষ্টি টেলিভিশন নামে একটি অনলাইন টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি সেলিম সম্রট রোববার বিকালে বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায়। এ সময় ওই এলাকার আব্দুর রহমানের পুত্র তাইজুল ইসলাম মুকুটসহ কয়েকজন তাকে মারধর করেন। পরে স্থানীয় ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর আগে গত মঙ্গলবার বড়খাতা জোরাপুকুর এলাকায় আনন্দ টেলিভিশন রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন।
৬ দিনের ব্যবধানে একই এলাকায় দুই জন সাংবাদিকের উপর হামলার ঘটনায় গত রোববার রাতে সাংবাদিকরা হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমের দেখা করেন। এ সময় ওসি সাংবাদিকদের বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক বলেন, পুলিশ আমাদের কাছে ২৪ ঘন্টা সময় চেয়েছেন আমরাও ২৪ ঘন্টা সময় দিয়েছি। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।

 

আপনার মতামত দিন

Posted ৪:৫১ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com