হোসেন, মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ক্যান্সার, লিভার, কিডনী, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ারোগীদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অবদান স্বরূপ ২২ জন অসুস্থ রোগী ও তাদের স্বজনদের মাঝে প্রত্যেককে ৫০,০০০/- টাকা মোট ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার ( ১২জুন) মাদারগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল ভোক্তভোগীদের কষ্ট লাঘব ও করোনা ভাইরাস এর ঝুঁকি এড়াতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ৭টি ইউনিয়ন চরপাকেরদহ, কড়ইচড়া, গুনারীতলা, বালিজুড়ী, জোড়খালী, আদারভিটা সিধুলী ও পৌরসভার ২২জন ভোক্তভোগীর মাঝে এ অর্থের চেক বিতরণ করেন। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল বলেন,আপনারা জানেন সম্প্রতি করোনা ভাইরাস মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই তাদের ঝুঁকি ও কষ্ট লাঘবে আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে টাকার চেক বিতরণ করছি। এ সময় মাদারগঞ্জ সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তাসহ মাঠ কর্মী বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
১২-০৭-২১
Posted ১০:০৫ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১