সোহাগ হোসেন, জামালপুর :
সোহাগ হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মাদারগঞ্জ পৌরসভার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ কার্ডের আওতায় চাল বিতরণ এর কার্যক্রম শুরু হয়েছে।রবিবার ( ১১ জুন ) সকাল ১০টায় পৌরসভার পরিষদ কার্যালয়ে এই চাউল বিতরণ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। শুভ উদ্বোধন করেন- মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) আওতায় অতি দরিদ্র ও অসহায় দূস্থ পরিবারকে বিনামুল্যে ১০ কেজি করে চাল দেবে সরকার। ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় মাদারগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৬০০ অসহায় দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ হবে। এ সময় মাদারগঞ্জ পৌরসভার সচিব জুলহাস উদ্দিন, উচ্চমান কর্মকর্তা খায়রুল ইসলামসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১