শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

স্বামীকে তালাক দিয়ে এবার জোড় করে কেটে নিলেন গাছ বীট অফিসারের কাছে লিখিত অভিযোগ

উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে:

স্বামীকে তালাক দিয়ে এবার জোড় করে কেটে নিলেন গাছ বীট অফিসারের কাছে লিখিত অভিযোগ

১৮ বছর সংসার করে স্বামীর নগদ টাকা,সোনার গহনা, ১০ শতক জমি হাতিয়ে নিয়ে তালাক,মামলা দিয়েও ক্ষ্যন্ত হননী, এবার কেটে নিলেন গাছ।ভুক্তভোগী’ স্বামী নড়াইলের তুলারামপুর ইউনিয়নের পেরুলী গ্রামের মো:আমির হোসেন। আমির হোসেন লিখিত অভিযোগে জানান, ২০০২ সালে পেরুলী গ্রামের মৃত আফজাল মুন্সীর মেয়ে কামরুন নাহার পলির সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয় তাদের। স্ত্রীর গর্ভে তার দুটি সন্তান জন্ম গ্রহন করে। ২০১৪ সালে আর. এফ. এল কোম্পানীতে ড্রাইভার পদে ফরিদপুরের টেকেরহাট ডিপোতে যোগদান করেন আমির হোসেন ।সেখানে কর্মরত থাকা কালীন স্ত্রী এক পুলিশ সদস্যের সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়েছে বলে লোকমারফতজানতে পারেন। তিনি বিষয়টি জানতে পেরে তাকে সঠিক পথে ফিরে আসতে বলেন।এর পর গত ৩০/০৯/২০২০ তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে তালাক পাঠান কামরুন নাহার পলি।ভুক্তভোগী আমির হোসেন জানান, আমার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং গোপনে সেই পুলিশ সদস্যকে বিয়ে করেছে বলে মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানায়পলি।সেই কল রেকর্ড আমার কাছে আছে,এর পূর্বে আমরা স্বামী স্ত্রী থাকা কালীন ৯ নং পেরলী মৌজায় হালে ৩০ও৩৪ নং খতিয়ান ভুক্ত হাল ২৩৩,২২৮ ২৩১,১৭ দাগের মোট ১.৮৯একর জমির মধ্যে ০.২০ শতক জমির ১০ শতক তার দেন মোহর বাবদ ও দশ শতক আমার নামে নড়াইল রেজিষ্ট্রি অফিস হতে ৪৮১৩/১৬নং সাফ কবলা দলিল মূলে রেজিষ্ট্রি করে নেই।আমার
জীবনের সমস্ত অর্জন আমি তার কাছে গচ্ছিত রেখেছিলাম, সে সব কিছুই আত্বসাথ করেছে।ছিল এক খন্ড জমি আর ২০ টির মতো মেহগনি গাছ তাও গত ০৫/০৬/ ২০২১ তারিখে কাঠের ব্যপারী আক্কাস ভূইয়া, পিতা – আশরাফ ভূইয়া, সাং- মালি ডাঙ্গা ও কামরুন নাহার পলি প্রকাশ্যে কেটে নিয়ে গেছে। যার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। আমি বাধা দিতে গেলে তারা আমার উপর চরাও হয়ে আমাকে খুন জখমের হুমকি দেয়,আমি ভয়ে চলে আসি এবং পরবর্তীতে নিরুপায় হয়ে তুলারামপুর ইউনিয়নের বীট অফিসার বরুন কুমার রায়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীরা জানান, পলি একজন বদরাগী মহিলা তার কাজে বাধা দেওয়ার সাহস আমাদের নেই,আমরাই ভুক্তভোগি আমির হোসেন কে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছ।,পুলিশ তদন্তে আসলে আমরা সত্যটাই বলব।জমির মালিকের বাধার পরেও গাছ কেন কাটা হলো এ বিষয়ে কাঠের ব্যপারী আক্কাস ভূইয়ার কাছে জানতে চাইলে, তিনি জানান কামরুন নাহার পলির নির্দেশে আমরা গাছ কেটেছি।আপনারা যা পারেন করেন। মূল অভিযুক্ত কামরুন নাহার পলির সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।লিখিত অভিযোগের বিষয়ে বীট অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি আমির হোসেনের লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত দিন

Posted ৭:৪০ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com