সোহাগ হোসেন জামালপুর জেলা প্রতিনিধি::-
আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সূখনগরী গ্রামের আব্দুর রাজ্জাক মুসল্লির পালিত এই ষাঁড় গরুটি আকর্ষনীয় হিসেবে স্থান পেয়েছে। ষাঁড়টির ওজন প্রায় ৪০০ কেজি। চেহারা ও সাইজ দেখলে দে কারো ষাঁড়টি পছন্দ হবে। ষাঁড়টির দাম হাকানো হয়েছে ৩ লাখ টাকা। সম্প্রতি একজন ষাঁড়টির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর থেকেই অনেকেই ভিড় করছেন দেখার জন্য। জানা যায়,কৃষক আব্দুর রাজ্জাক মুসুল্লি প্রতি কোরবানিতে এমন গরু প্রস্তুত করেন। সেই ধারাবাহিকতায় এবার প্রস্তুত করেছেন। তবে অতীতের এবারের গরুটি আরও বেশী আকর্ষণীয়। এ বিষয়ে গরুটির মালিক আব্দুর রাজ্জাক বলেন, আমি খুব যত্নসহকারে ষাঁড়টি লালন – পালন করেছি। আমি এই ষাঁড়টি বিক্রি করতে চাই। কেউ যদি দুর দুরান্ত থেকে নিতে চান তাদেরকে হোম ডেলিভারি করা যাবে।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১