শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন চট্টগ্রাম বিভাগের আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: "

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন চট্টগ্রাম বিভাগের আহবায়ক কমিটি গঠন

আজ ১১ জুলাই রবিবার সকালে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের চট্টগ্রাম বিভাগের আহবায়ক কমিটি গঠন হয়েছে। হায়দার আলীকে আহবায়ক ও এডভোকেট মুসাররাত সাফরিন জেনিকে সদস্য সচিব করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর চট্টগ্রাম বিভাগের ০৭(সাত) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া অন্যদের মধ্যে রয়েছে সদস্য এডভোকেট প্রিথিম রায়, এডভোকেট জোহরা সুলতানা, এডভোকেট খায়রুন নেছা, এডভোকেট আবুল কালাম ও এডভোকেট দিলিপ চন্দ্র সাহা।

নব নির্বাচিত নতুন কমিটিকে শুভেচ্ছা জানান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমীন ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। তারা বলেন, প্রথমে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা নিজ যোগ্যতায় কমিটিতে জায়গা পেয়েছেন তারা অবশ্যই আপনাদের উপর দায়িত্ব ও কর্তব্য ভালোভাবে পালন করবেন। আপনাদের মাথায় সবসময় রাখতে হবে আপনারা ভূমিহীনদের জন্য কাজ করবেন। কোনো ভূমিহীন কষ্টে থাকলে তার পাশে দাঁড়াবেন। আমরা কেন্দ্র থেকে সবসময় আপনাদের পাশে আছি থাকবো।

তারা আরো বলেন,এই কমিটি সব সময় ভূমিহীনদের পাশে থাকবে। আর যারা এবার কমিটিতে আসতে পারেন নাই তারা পরের বার ভালো ভালো কাজ করে অবশ্যই কমিটিতে আসবেন। এখানে কারো মন খারাপ করা যাবে না বা গ্রুপিং করা যাবে। আমরা সবাই এক। সবাই সবার বন্ধু হয়ে ভূমিহীনদের জন্য কাজ করে যাবো।

আপনার মতামত দিন

Posted ৬:৩০ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com