শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শ্রমিকের মৃত্যু ও একজন আহত

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শ্রমিকের মৃত্যু ও একজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া শাখার অগ্রণী ব‌্যাংকের সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও একজন আনসার সদস্য ওই ট্যাংকে পড়ে অসুস্থ হন।
রোববার (১১ জুলাই) সকালে ওই ব্যাংকের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিন্টু রহমান নিশ্চিত করেন।
মৃত ব্যক্তি সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকার গৃহ কর্মকারের ছেলে কালু কর্মকার (২৭)। আর অসুস্থ ব্যক্তি রাজশাহী ৪ নম্বর আনসার ব্যাটলিয়নের সদস্য বেলাল হোসেন (৩৬)।
(ওসি) তদন্ত মিন্টু জানান, অগ্রণী ব্যাংকের বারঘোরিয়া শাখার বিল্ডিংয়ে নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিক ওই নির্মাণাধীন ট্যাংকে পড়ে যায়। ওই ব্যাংকের চেকপোস্টের ডিউটিরত আনসার সদস্য বেলাল তাকে উদ্ধার করতে গিয়ে সেও ওই ট্যাংকিতে পড়ে গিয়ে অসুস্থ হয়। স্থানীয়রা তাদের দুজনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক নির্মাণ শ্রমিক কালু কর্মকারকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই আনসার সদস্য বেলাল অসুস্থ হয়ে তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় বর্তমানে সুস্থ আছে। আর ওই মৃত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তাতান্তর করা হবে।

 

ফেরদৌস সিহানুক শান্ত
চাঁপাইনবাবগঞ্জ জেলা
০১৭৫৮৩৫৪২৭১

আপনার মতামত দিন

Posted ৬:২৯ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com