গাজীপুর প্রতিনিধি::-
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন কাশিমপুর থামা পুলিশ। কাশিমপুর থানাধীন ৫নং ওয়ার্ডের শৈলডুবি এলাকা থেকে গোপন সংবাদের বৃক্তিতে
৬০ পিস বিয়ারের ক্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃতদের মধ্যে ১/
হাসান আলী বাবু(১৯) পিতাঃ আলা মিয়া সাং শৈলডুবি, কাশিমপুর, গাজীপুর, ২/ মোঃ ফরহাদ হোসেন (২৪) পিতাঃ মোঃ জালু মিয়া সাং শৈলডুবি কাশিমপুর গাজীপুর। জানা গেছে গত রাত আনুমানিক ২ টার দিকে কাশিমপুর থানার উপ পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায় সঙ্গীয় সহ কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিছ ইয়াবা বিয়ার ক্যান সহ ২ ব্যক্তিকে আটক করেন। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা জানিয়ছেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে , মামলা নং ০৭, ১১/০৭/২০২১ ইং বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
Posted ৬:১৬ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১