সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

কালীগঞ্জে ২ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন মেহের আফরোজ চুমকি এমপি

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : 

কালীগঞ্জে ২ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন মেহের আফরোজ চুমকি এমপি

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী, তুমুলিয়া, জামালপুর ও বাহদুশাদীসহ মোট ৪টি ইউনিয়নে ২ হাজার পরিবারের মঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ত্রাণ সহায়তা ও শিশু খাাদ্য বিতরণ করেছেন মেহের আফরোজ চুমকি এম.পি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে এ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে সার্বিক সহায়তা করেন, উপজেলা প্রশাসণ ও দুর্যোগ ব্যবস্খপানা অধিদপ্তর কালীগঞ্জ গাজীপুর।

এ সময় উপস্থিত ছিলেন তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বার বার র্নিবাচিত চেয়ারম্যান আবু বকর বাক্কু, সাবেক উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভুইয়া।

পরে জামালপুর আর.এম বিদ্যাপীঠ স্কুল মাঠে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক. কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবিন হোসেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস.এম আবু বকর চৌধুরী, জামালপুর নব নির্বাচিত চেয়ারম্যান খায়রুল আলম, মোক্তারপুুর ইউপি চেয়ারম্যান আলমঙ্গীর হোসেন, জামালপুরের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টারসহ অনান্য নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিটি ইউনিয়নে প্রতিটি প্যাকেটে চাউল, ডাল,আলু, তেল, লবন, বিতরণ করা হয়।

তবে ঈদের পূর্বেই প্রতিটি ইউনিয়নে আরো ২১শ পরিবারকে ভিজিএফ এর আওতায় ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে।

আপনার মতামত দিন

Posted ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com