মোঃ নূরে আলম জিকু গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ড গ্রীনসিটি তেতুই বাড়ির এলাকায় আব্দুল্লাহ স্কুলের ৫ ম শ্রেণীর ছাত্র মোঃ জুবায়ের আহম্মেদ জিহাদ, গত মার্চ ২০২০ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আনুমানিক সেটেম্বর মাস থেকে সামাজিক দূর্ত্ব বজায় রেখে আল হেরা জামে মসজিদে মক্তবে আরবি কায়দা, আম্বপারা, শেষ করে পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা আলহামদুলিল্লাহ্ থেকে পড়া শুরু করবেন। আগামী পাচ মাসে এিশ পারা খতম দিবে জুবায়ের আহম্মেদ জিহাদ তার পরিবার সকলের নিকট দোয়া চেয়েছেন আজ সকালে ফজরের নামাজ শেষে আলহেরা জামে মসজিদের ঈমাম মাওলানা ইব্রাহিম তাহার হাতে কোরআন শরীফ তোলে দেন, তিনি জানান আরো বেশ কয়েক জন কোরআন শরিফ পড়তেছে,ইনশাল্লাহ আল কোরআনের শিক্ষা বাংলার ঘরে ঘরে পৌছে যাবে। মহামারি করোনভাইরাসে আল্লাহতায়াল্লার নিকট কোরআন শরীফ পড়ে বেশি বেশি দোয়া চাইব তিনি যেন সারা দেশের মানুষকে হেফাযত করেন আমিন
Posted ৭:০০ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১