ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর বাজারে র্যাব-৫ অভিযান চালিয়ে এক জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামী হলেন মোঃ বাবু হোসেন (২৬), পিতা-মোঃ সাদেকুল হোসেন, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, গ্রাম-মির্জাপুর (বাঙ্গলপাড়া), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
গ্রেফতারের সময় ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটার গান,১টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি,১টি মোবাইল ফোন এবং ১টি সীম কার্ড তাহার কাছে থেকে উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর বাজারের জনৈক আরাফাত এর হোমিও ডাক্তার খানার সামনে কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০৯ জুলাই ২১ইং রাত সাড়ে ১০টার সময় অভিযান পরিচালান করে (১) বিদেশী পিস্তল-০১টি, (২) ওয়ান শুটার গান-০২টি, (৩) ম্যাগজিন-০১টি, (৪) গুলি-০৬ রাউন্ড, (৫) মোবাইল ফোন-০১টি এবং (৬) সীম কার্ড-০১টি সহ হাতেনাতে উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উপরোক্ত বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
Posted ২:০১ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১