নরসিংদী থেকে সংবাদ কর্মী হাজী জাহিদ: :-
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দিন আজ করোনায় করননীয় সচেতনতা মুলক আলোচনা করেন পলাশ উপজেল কেন্দ্রীয় জামে মসজিদে তিনি বলেন করােনার সংক্রমন ও করােনা ভাইরাসে মৃত্যু গ্রাম-গঞ্জে ছড়িয়ে
পড়েছে বিধায় জরুরী প্রয়ােজন ছাড়া আপনারা ঘরের বাহিরে বের
হবেন না।
হাট-বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না।
জরুরী প্রয়ােজন আপনারা ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক
পুন।
সকলেই বাসায় ঘন ঘন হাত ধোয়া ও হ্যাণ্ড স্যানিটাইজারের ব্যবহার
করুন।
সকলেই হ্যান্ডশেক ও একে অপরের কাছাকাছি আসা হতে বিরত
থাকুন।
সামাজিক দূরত্ব বজায় রাখুন ও ভীড় এড়িয়ে চলুন।
সরকারী বিধি-নিষেধ না মেনে চললে গ্রেপ্তার ও জরিমানার সম্মুখীন।
জ্বর, সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করােনা
টেস্ট করুন।
আপনারা যার যার সাধ্যমত পুষ্টিকর খাবার (যেমন; ফল-মূল, শাকসবজি, ও লেবু জাতীয় খাবার) বেশী করে খান।
করােনা মহামারিতে অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লােকদের পাশে
দাঁড়ান।
সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।
স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি-নিষেধ মেনে চলুন,
নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।তিনি দিন রাত্র পরিশ্রম করেছেন।করোনায় সরকারি আইন বাস্তবায়নের জন্য জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছেন, প্রত্যকটি হাট বাজার ও গ্রামের দোকান পাটে নজরদারি করছেন কখনো কখনো দুস্থ মানুষের জন্য খাবার সরবরাহ করছেন।
Posted ৭:০৯ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১