মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে জোবায়ের (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জোবায়ের উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া গ্রামের আব্দুল কাদের এর ছেলে। শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। জোবায়েরকে নদীর পাড়ে রেখে মা নদীর মাঝ খানে চলে যায়। এসময় জোবায়ের কান্না করতে করতে নদীতে নেমে যায়। মা ফিরে না আসতে নদীর স্রোতে ডুবে যায়। অনেক খুঁজাখুঁজির পর অবশেষে তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুুল কালাম আজাদ শিশুটির মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।
Posted ৭:০৩ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১