সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ঘটনায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শোক

প্রেস বিজ্ঞপ্তি:-

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ঘটনায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শোক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।নিহত শ্রমিকদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপসহকারী পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘ভবনের চারতলায় কলাপসিবল গেট বন্ধ ছিল। ফলে কেউ সেখান থেকে বেরোতে পারেননি। মরদেহ বেশির ভাগই পাওয়া গেছে চারতলায়।’

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমীন ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের শোক । বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের দপ্তর সম্পাদক মারুফ সরকারের পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। তারা বলেন , এমন একটি ঘটনা ভোলার মতো না। আমরা এ শোক সহ্য করতে পারবো না। যারা মারা গেছে আল্লাহ যেনো তাদের জান্নাত বাসি করেন। আর তাদের সবার পরিবারকে সরকার এবং কারখানার মালিকের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে এবং যারা আহত হয়েছে তাদের সবার চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার পর অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করে গুরুত্বর আহত হন।

আপনার মতামত দিন

Posted ৮:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com