সোহাগ হোসেন জামালপুর জেলা প্রতিনিধি::-
মাদারগঞ্জে, চলমান লকডাউন এর নবম দিনে ঘটলো এক ব্যতিক্রমী মজার ঘটনা। উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা উচ্চ বিদ্যালয় মাঠে লকডাউন অমান্য করে চলছিল ফুটবল খেলা। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ কে সাথে নিয়ে খেলা পণ্ড করতে ছুটে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার। ম্যাজিস্ট্রেট – পুলিশের খবর পেয়ে খেলোয়ার,দর্শক ও অতিথিরা বাতাসের গতিতে দেয় দৌড়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশনায় অতিথিদের বসার চেয়ারগুলো পাশের পুকুরে পেলে দেয় পুলিশ। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার বলেন,এই ভয়ানক অবস্থার মধ্যে খেলার আয়োজন চলছে এমন সংবাদে ছুটে আসি। আমরা আসা মাত্রই সবাই ছুটতে থাকে। সংক্রমণ ছড়ানোর ঝুঁকি আছে। এমন কোন খেলা চলতে দেওয়া হবে না। এ সময় মাদারগঞ্জ মডেল থানার উপ- পরির্দশক শরিফ আহম্মেদ উপস্থিত ছিলেন।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুলাই ২০২১