সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাহমুদা (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের এনায়েত বিশ্বাস টোলা গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী এবং কানসাট বিশ্বনাথপুর এলাকার মো.ভোদু মোমিনের মেয়ে।
শুক্রবার সকালে নিহতের স্বামীর বাড়ী হতে গালায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী তরিকুল ইসলাম কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত মাহমুদার পিতা মো.ভোদু মোমিন জানান,প্রায় ৯ বছর আগে মেয়ে মাহমুদা খাতুনের সঙ্গে শ্যামপুর ইউনিয়নের এনায়েত বিশ্বাসটোলার তরিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ নান কারনে তাঁর মেয়ে কে জামাই এবং শশুর বাড়ীর লোকজন নির্যাতণ করত।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে মারধর করে হত্যা করে ঘরে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচারনা চালায়। পরে খবর দেয়া হয় থানা পুলিশ কে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মরদেহ উদ্ধারকারি শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট পেলে আসল রহস্য উদঘাটন করা যাবে। তিনি আরও জানান,আটক নিহতের স্বামী তরিকুল ইসলামে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

Posted ৮:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com