বুধবার | ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ফাটল

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ফাটল

ছয় মাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ফাটল দেখা গেছে। উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের ১৩ টি ঘরের মধ্যে ২ টি ঘরে ফাটল ধরেছে।
বাকি ১১টি ঘরে ফাটল না ধরলেও সে ঘরগুলোতে বাসরতরা আতঙ্কে জীবন যাপন করছে।
ভোলাহাট উপজেলা সূত্রে জানা যায়, প্রথম দফায় চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩১৯টি ঘর উদ্বোধন করেন। যার মধ্যে ভোলাহাট উপজেলা বরাদ্দ পেয়েছিলো ১৫৭টি ঘর।
উপকারভোগীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছেন আমরা খুশি। আমাদের ঘরগুলো রাস্তার পাশের ডোবা জায়গায় বালিমাটি ভরাট করে নির্মাণ করা হয়েছে। ভরাট মাটিগুলো আষাঢ়ে বৃষ্টি হওয়ায় দেবে যাচ্ছে, যার কারণেই ঘরগুলোতে ফাটল দেখা দিয়েছে। ঘর নির্মাণের সময় নিম্নমানের সিমেন্ট ব্যবহার করায়, হালকা বাতাস হলেই সিমেন্ট আর বালু ঝরে পড়ছে।
ওই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা কালু বলেন, আমার ঘরের দেয়ালে ফাটল ধরেছে আমি খুব চিন্তায় আছি।
গোহালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আ. কাদের জানান, আশ্রয়ন প্রকল্পে ১৩টি ঘর নির্মাণ করা হয়েছে। ফাটল নয়, চির ধরেছে। এই চিরগুলো বড় বড় বিল্ডিং এ দেখা দেয়। ইউএনও’র নির্দেশে এগুলো খুব শিগগিরই মেরামত করা হবে।
প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা (পিআইও) কাউসার আলম এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল বলেন, গোহালবাড়ী এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে ফাটল ধরার কথা শুনে সরজমিনে পরিদর্শন করেছি। ওই ঘরে ফাটল ধরেনি মাটির কারণে হালকা দাগ পড়েছে। আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে ওই ঘরগুলো খুব দ্রুত মেরামত করার আদেশও দিয়েছি।

আপনার মতামত দিন

Posted ৮:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com