ভালোবাসা অগ্নি
মুনিন আকতার
আমার পৃথিবী চারদিকে
মরুভূমি
আামার পৃথিবী কালো
হাতছানি
আমার পৃথিবী সমুদ্রের
জলরাশি
আমার পৃথিবী একাকি
শূন্যতা
এই হাত বাড়িয়েছি তোমার
দিগন্তে
সেই হাত পুড়াবো কোন
অগ্নি শিখতে
আমার ভালোবাসা আমার
হতে দাও
যৌবনে কত ফুল ফুটেছিল
ধারে
তোমার সমুখে আমি যখন
কথা দিয়েছি
হাজার ফুলের সুভাষ
কি বা আাসে
আমার রিদয় তোমাকে
ভালোবাসে
Posted ২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১