মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টার :
মঙ্গলবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় র্যাব-১১ কুমিল্লা সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের মো. আব্দুল ওহাবের ছেলে মো. মিজানুর রহমান (৩২) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার (২২), একই এলাকার মৃত কাজী ফজর আলীর ছেলে মো. আব্দুল মালেক (৫২) এবং একই উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. খোরশেদ আলম (৪৭)।
অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কান্দিরপাড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় সিএনজি চালিত একটি অটোরিকশা তল্লাসি করে ২৫ বোতল বিদেশি মদসহ মিজানুর রহমান, আব্দুল মালেক ও খোরশেদ আলমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে অরণ্যপুর গ্রামের মিজানের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ সুরাইয়া আক্তারকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত কুমিল্লার বিভিন্ন স্থানে বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
Posted ৬:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১