মোঃ হোসেন আলী শাহ্ ফকির, ইসলামপুর থেকে :
মোঃ হোসেন আলী শাহ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকালে পৌর শহরের কাঁচারীপাড়া এলাকায় এডিবি’র অর্থায়নে ১৬০টি পরিবারের মাঝে এসব স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে স্যানিটারী ল্যাট্রিন বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জামাল আব্দুন নাছের বাবুল, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ প্রমুখ।
মোঃ হোসেন আলী শাহ ফকির
ইসলামপুর, জামালপুর।
Posted ৯:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১