শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

অসচ্ছল দুটি পরিবারকে অর্থ সহায়তা করলেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর  

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর ব্যুরো :

অসচ্ছল দুটি পরিবারকে অর্থ সহায়তা করলেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর  

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর বুর‍্যো প্রধান : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২ টি পরিবার কে অর্থ সহায়তা করলেন মাদারগঞ্জ  প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।

বুধবার বিকালে মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের মোমেনাবাদ কোমারপাড়া এলাকায় একই পরিবারে ৩ জন প্রতিবন্ধী ছেলে ও মেয়ে।

সহায়তার অর্থ দিয়ে একটি দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।  কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যেন কোন রকমে সংসার টা চালাতে পারে ৩ জন প্রতিবন্ধীর অভিবাবক জিয়ার উদ্দিন ফকির।

এদিকে একই ইউনিয়নের মধ্য নলছিয়া এলাকার মুরাদুজ্জামান এর ছেলে সেলিম (৪০)। দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভোগছেন অর্থের অভাবে হচ্ছে না  চিকিৎসা। সংবাদে অর্থ সহায়তা করার জন্য পাশে দাড়ালো মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।

চিকিৎসা বাবদ অসুস্থ সেলিম এর হাতে নগদ অর্থ সহায়তা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর নেতৃবৃন্দরা।

উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের এ ২ টি পরিবারকে ৩২ হাজার টাকা অর্থ সহায়তা করেন।

এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সভাপতি রকিবুল ইসলাম, সহ সভাপতি এস.এম.  মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ.এম জাহাঙ্গীর, সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আরমান, সার্বিক সহযোগিতায় মেহেদী হাসানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর   সভাপতি রকিবুল ইসলাম জানান বিভিন্ন দূর্যোগে মাদারগঞ্জবাসীর সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র, অবহেলিত, অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে নাসহ বিভিন্ন বিষয় সমাধানে পাশে থাকবে মাদারগঞ্জ প্রবাসীভাইদের অর্থায়নে পরিচালিত সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।

আপনার মতামত দিন

Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com