স্টাফ রিপোর্টার : জামালপুরের মাদারগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামানতের চেক নিতে গিয়ে ঠিকাদারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলা হাসপাতালের হিসাব রক্ষণ অফিসে এ ঘটনা ঘটে। ভোক্তভোগী আব্দুল্লাহ আল মামুন জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক, জাহা আলমের অফিসে তিনি উপজেলা স্বাস্থ কেন্দ্রের ওষুধ ও চিকিৎসা সামগ্রী টেন্ডার এর বিডি( ব্যাংক ড্রাফট) ফেরৎ নিতে গেলে তিনি আমার কাছ ঘুষ দাবি করেন।আমি এর প্রতিবাদ করলে তিনি আমাকে লাঞ্ছিত করেন। এবং আমাকে ফাঁসানোর জন্য তার অফিসের টেবিলের কাঁচ ও ল্যাপটব তিনি ভাংচুর করেন। এ বিষয়ে অভিযুক্ত হাসপাতাল কর্মচারী জাহা আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা চলে তার মুঠো ফোনটি বন্ধ দেখায়। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছে।
Posted ৯:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১