মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে চলমান কঠোর লকডাউনে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার রাতি ৮টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে শুয়ে থাকা ছিন্নমূল মানুষের এ খাবার বিতরণ করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি, এস আই হায়দার আলী, এসআই দুরুল হুদা, ছাত্রলীগ নেতা
আমানুল্লাহ ফারুক বাচ্চু, রায়হান সোবহান রাসেল, সুরুজ প্রামানিক, মেহেদী হাসান, আলামিন প্রান্ত, আশিক, সজল।
ওসি মোঃ আবুল কালাম আজাদ এর নিজ উদ্যোগে প্রায় ১০০ অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল ভুনাখিচুড়ি।
নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সবচেয়ে বিপদে পড়েন স্টেশন এলাকার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষ। তাঁরা খাবার সংকটে পড়েন। এই মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করেই উদ্যোগ নিয়েছি।
সার্বিক সহযোগিতায় থাকা উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরূপ বলেন, করোনা মহামারীতে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগে প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান লোকেরা সহায়তার হাত বাড়িয়ে দিলে করোনার এই ক্রান্তিকালে সব ক্ষুধার্তদের মুখে একবেলা খাবার তুলে দেওয়া সম্ভব।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১