রবিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ছেলের ক্রিকেট খেলার ঝগড়ায় প্রান গেল বাবার

আল আমিন বিন আমজাদ : ফুলবাড়ি :

ছেলের ক্রিকেট খেলার ঝগড়ায় প্রান গেল বাবার

আল আমিন বিন আমজাদ, দিনাজপুর, ফুলবাড়ী, প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামে ছোট বাচ্চাদের ক্রিকেট খেলার ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনার তৃতীয় দিনের মাথায় মিন্টু ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজ পাড়া গ্রামে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল ৮ টায় দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনায় আদর্শ কলেজ পাড়া গ্রামের মৃত নুর ইসলাম এর পুত্র মিন্ট ইসলাম প্রতিপক্ষের মারপিটে আহত হয়।ঐ ঘটনায় ইমরান হোসেন (২৮)শাকিল ইসলাম (২৪),জামরুল ইসলাম (২৯) নামের আরো দুইজন আহত হন। ঐ দিন দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটানায় আহতদের গুরুত্বর অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শাকিল ইসলাম ও মিন্টু ইসলাম এর অবস্থা আসংঙ্কাজনক হলে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।৩ জুলাই শনিবার ভোরে মিন্টু ইসলাম মৃতবরণ করেন করেন। এই ঘটনায় নিহত মিন্টু ইসলাম এর ভাই জামরুল ইসলাম বাদী হয়ে ১২ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২ তারিখ-০৩/০৭/২০২১ ইং। মামলা দায়ের পর ফুলবাড়ী থানা পুলিশ শনিবার অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (৩২)নামে এক আসামিকে আটক করেন।এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ হাসান মাহমুদ জানান ঘটনাটি অত্যান্ত দুঃখজনক এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে,আমারা অভিযান চালিয়ে একজনকে আটক করেছি বাকী আসামিদের অতি দ্রুত আটক করা হবে।

আপনার মতামত দিন

Posted ২:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com