ডেক্স রিপোর্ট :
আমার মা জননী
শাইখ আবু আবরার
পৃথিবীতে নেই কেহ –
আমার মায়ের মতন।
মা ছাড়া কারো কাছে –
পাওয়া যায় না এত আদর যতন।
মা যে আমার নয়নমণি –
পৃথিবীতে মা ছাড়া,
নেই তো কোনো মূল্যবান খনি।
মা যে আমার অমূল্য রত্নখানি,
যার মা নেই—
সেই বুঝে মায়ের মূল্য কতখানি।
মা বিনা জীবন আমার বড়ই খালি,
মা ছাড়া কে আমার গল্পের ডালি?
“মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত”—
এটা নবীজির বাণী,
তাই মায়ের কথা আমরা সবাই মানি।
Posted ৭:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১