হাজী জাহিদ, স্ট্যাফ রিপোর্টার : দুর্নীতি মুক্ত নরসিংদীর পলাশ উপজেলা গড়তে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চেয়ে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন পলাশের নবাগত ইউএনও ফারহানা আফসানা চৌধুরী পিএএ।
বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় নবাগত ইউএনও সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে আপনারা যারা জড়িত আমি সবাইকে সম্মান করি।
তিনি জানান, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে দুর্নীতি, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ সহ অবকাঠামোগত উন্নয়ন করে পলাশ উপজেলা গড়তে চাই।
নবাগত ইউএনও”র সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, সিনিয়র সহ-সভাপতি হাজী জাহিদ,আক্তারুজ্জামান, যুগ্নসম্পাদক জাহাঙ্গীর কবির,দৈনিক খোলা কাগজ এর পলাশ উপজেলা প্রতিনিধি ও দৈনিক পাবলিক বাংলা অনলাইন এর প্রকাশক শাহ বোরহান মেহেদী। আনোয়ার হোসেন আনু, নামিম আজাদ, বিল্লাল হোসেন সহ উপজেলায়ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্স ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
Posted ৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১