আল আমিন বিন আমজাদ : ফুলবাড়ি :
ফুলবাড়ী প্রতিনিধি, দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের প্রণোদনা প্রদানের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদেরকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গত ৩০জুন বুধবার দুপুর সাড়ে ১২ঘটিকায় উপজেলা মিলনায়তনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, আলাদীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাফফর হোসেন সরকার, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ মো.আঃ কুদ্দুস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা সুলতানা ও সাহানা আফরোজ প্রমুখ।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মিল্টন বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই করোনা দূর্যোগের মধ্যেও সরকার কৃষকদের কথা মাথায় রেখেছে। যার ফলে আজ বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে প্রত্যেককে ২০কেজি DAP, ১০কেজি MOP এবং ২ কেজি ধানের বীজ বিতরণ করা হয়। এভাবে পর্যায় ক্রমে ৬৬০জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।
Posted ৮:৩০ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১