শমিত জামান, সাংবাদিক ও কলামিষ্ট :
বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ এর মৃত্যু।
ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি গুরুতর অসুস্থ হয়ে ঈশ্বরদীস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন থাকাবস্থায় বিকেল ৫-২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিষয়ে শেষ বর্ষের ছাত্র থাকাকালে তিনি মুক্তিযুদ্ধের শুরুতেই ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। ৮নং সেক্টরে চুয়াডাঙ্গা ও যশোর সীমান্তের বিভিন্ন স্থানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন।
স্বাধীনতার পর তিনি মাস্টার্স শেষ করে দেশে-বিদেশে চাকুরি করার পর নব্বইয়ের দশকের শুরুতে বগুড়া জেলার দুপচাঁচিয়ায় দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন। সেখান থেকে অবসর নেওয়ার পর থেকে তিনি ঈশ্বরদীতে অবস্থান করছিলেন।
তাঁর স্ত্রীও একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। একমাত্র ছেলে ড. মুরাদ আহমেদ ফারুক রিপন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একমাত্র কন্যা আইভি আহমেদ রুপম রাজশাহী বেতার ও বিটিভির তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী।
Posted ৮:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১