আর.জে মিজানুর রহমান ইমনঃ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় দুর্যোগময় পরিস্থিতিতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া অবাধে ঘোরাফেরা ও সরকারি বিধি নিষেধ অমান্য করে খোকান খোলা রাখায় বিভিন্ন দোকান এবং একটি খাবার হোটেল ও মাস্ক না পরায় পথচারীকে জরিমানা করা হয়েছে । আজ (২৮শে-জুন) সোমবার তারাকান্দা বাসস্টেশন এলাকায় বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি না মেনে সরকারের বিধি-নিষেধ অমান্য করায় সংক্রামক রোগ- প্রতিরোধ ও নির্মুল আইন-২০১৮ এর আইনে এ জরিমানা করা হয়েছে ।
এ অভিযান পরিচালনা করেছেন, তারাকান্দ উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি । এ সময় তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায়, সরকার ঘোষিত লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায় তাদেরকে অর্থদণ্ড আরোপ করা হয়েছে । পরবর্তী সময়ে যদি কেউ তাদের মতো সরকারি বিধি নিষেধ অমান্য করে তাদেরকেও অর্থদন্ড এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে । এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে ।
Posted ১০:০২ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১