শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ঠাকুরগাঁও সদর হাসপাতালকে চিকিৎসার জন্য দুইটি অক্সিজেন কর্নসেনট্রেটর মেশিন দিলেন- মির্জা ফখরুলের পরিবার ।

মুন্নি আক্তার স্টাফ রিপোর্টার ::-

ঠাকুরগাঁও সদর হাসপাতালকে চিকিৎসার জন্য দুইটি অক্সিজেন কর্নসেনট্রেটর মেশিন দিলেন- মির্জা ফখরুলের পরিবার ।

করোনার প্রকোপ বৃদ্ধিতে ঠাকুরগাঁও জেলার করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাঁর ৭ ভাইবোন। করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন সংকট কাটাতে ২ টি সয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন ও ডিস্ট্রিবিউশনকারী “অক্সিজেন কর্নসেনট্রেটর মেশিন” ঠাকুরগাঁও সদর হাসপাতালকে প্রদান করেন বিএনপি মহাসচিবের পরিবার। মির্জা পরিবারের পক্ষ থেকে ফখরুলের ছোটো ভাই বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন মেশিন দুটি হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ২৭ জুন রোববার দুপুরে এই হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল আলম চয়ন, সিনিয়র কনসালটেন্ট (আয়ুর্বেদী) জিপি সাহা, প্রেসক্লাব সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মচারীবৃন্দ। দাতাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল জানান,মেশিনগুলো করোনা ইউনিটে মুমূর্ষু রোগীদের জরুরী অক্সিজেন দেয়ার কাজে ব্যবহার করা হবে। উল্লেখ্য সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রহিয়াছে, যদি কোনো কারণবশত অক্সিজেন সরবরাহ বিঘ্ন ত্রুটি ঘটে তাহলে মিশনগুলো স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করতে রোগীদের সহায়তা করবে। প্রত্যেকটি মেশিনে ধারণ ক্ষমতা রয়েছে ১০ লিটার, যা হাসপাতালে এটাই প্রথম।

আপনার মতামত দিন

Posted ৮:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com