সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহাদত হোসেন (টুটুল)
সিরাজগঞ্জের উল্লাপাড়া কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার গ্রামে দেবরের গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা মেম্বার বকুল হোসেন জানান,রবিবার রাত ১০ টার দিকে ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে নূরনবী উদ্দিনের স্ত্রী তিন সন্তানের জননী মমতা খাতুনের ছোট দেবর আকরাম হোসেন এর গোপনাঙ্গ কর্তণ করে। তাৎক্ষনিক পরিবারের লোকজন রক্তক্ষরণে অবস্থায় আহত আকরাম হোসেনকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতিক দেখে দ্রæত বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে ওই রাতেই তাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। পুরাষাঙ্গ কাটার প্রকৃত কারণ এখনও জানা যায়নি ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এস আই জাহাঙ্গির আলম জানান, ভুক্তভোগী আকরাম হোসেনর বাবা বাদী হয়ে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে । বিষয়টি তদন্তপূর্বক আইনুনগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
Posted ৬:২২ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১