মোঃ হোসেন আলী শাহ্ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে মাস্ক ব্যবহার না করায় দুই পথচারী ও এক ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ১১ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম মাজহারুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান। এ সময় মাস্ক ব্যবহার না করায় দুই পথচারী ও মেসার্স সততা হার্ডওয়ার স্টোর সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ইসলামপুরে বিভিন্ন স্থানে জনসাধারণগণকে স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাফেরা করতে দেখা গেছে। মুখে মাস্ক ব্যবহার নাই বললেই চলে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে সবাইকে আরোও বেশি করে সচেতন হতে হবে। সবাইকে সরকারের বেঁধে দেয়া নিয়মনীতি সকলকে অবশ্যই পালন করতে হবে। মাস্ক ব্যবহারে সবাইকে আরো সচেতন হতে হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মোঃ হোসেন আলী শাহ্ ফকির
ইসলামপুর,জামালপুর।
Posted ৮:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১