সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

মাধবদী প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

নরসিংদী থেকে সংবাদ কর্মী হাজী জাহিদ: :-

মাধবদী প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

নতুনমেয়াদে মাধবদী থানা প্রেস ক্লাবের কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিনের মাধবদী প্রতিনিধি মো. আল-আমিন সরকারকে পুনরায় সভাপতি, সিটি নিউজ ঢাকা’র নরসিংদী জেলা প্রতিনিধি শাওন খন্দকার শাহিনকে সাধারণ সম্পাদক ও দৈনিক অধিকার পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামানকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

শনিবার (২৬ জুন) দুপুরে শহরের রাইন ওকে মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় মাধবদী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. আনিসুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্যদের কণ্ঠভোটে এ কমিটি গঠন করা হয়। ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান সোহেল (দৈনিক মুক্ত খবর), সহ-সভাপতি (১) মো. তৌহিদুর রহমান (গাজী টেলিভিশন) সহ-সভাপতি (২) ওবায়দুর রহমান মাসুম (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক (১) মো. আরিফুল ইসলাম (বিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক (২) সিদ্দিকুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক মো. নুর আলম (এশিয়ান টেলিভিশন), মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা হক শিমুল (দৈনিক নয়া শতাব্দী), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাজ্বী আহসান হাবীব রোমান (সাপ্তাহিক সোনালী পাঠক), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল কুদ্দুস (দৈনিক ভোরের পাতা), দপ্তর সম্পাদক মো. আওলাদ হোসেন (সাপ্তাহিক আঁচড়), কার্যকরি সদস্য কাজী মেহবুব ইয়াছিন সৃজন (বর্তমান কণ্ঠ), আব্দুল হান্নান মানিক (সাপ্তাহিক বর্তমান যোগাযোগ), এম. শরীফ হোসাইন (দৈনিক উত্তরা নিউজ), মো. আলাউদ্দিন সোহান (দৈনিক দেশের কণ্ঠ), এম. রাকিবুল হাসান জয় (সাপ্তাহিক খোরাক), মুফতি ওবায়েদ উল্লাহ (প্রতিদিনের সংবাদ নরসিংদী সদর প্রতিনিধি), নাহিদ প্রধান (টাইম বাংলা টিভি নরসিংদী প্রতিনিধি) ও মঞ্জুরুল ইসলাম (বর্তমান দিনকাল নরসিংদী প্রতিনিধি)।

আপনার মতামত দিন

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com