শমিত জামান, সাংবাদিক ও কলামিষ্ট :
পাবনার সাঁথিয়া উপজেলার বীর নারী মুক্তিযোদ্ধা ভানু নেছা।
১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় সাঁথিয়া এলাকায় পাকবাহিনীকে প্রতিহত করতে ভানু নেছা বাঙ্কারে বাঙ্কারে মুক্তিযোদ্ধাদের অভিনব কায়দায় গোলা বারুদ ও খাবার পৌঁছে দিতেন। একবার গুলিতে আহতও হয়েছিলেন তিনি।
মুক্তিযোদ্ধা সংসদ সাঁথিয়ার সাবেক কমান্ডার আবদুল লতিফ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ভানু নেছাই ছিলেন পাবনায় তালিকাভূক্ত একমাত্র নারী মুক্তিযোদ্ধা।’
জীবনের শেষ সময়ে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন । গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ২০২১ দুপুরে মৃত্যুর কাছে হেরে গেলেন জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধা ভানু নেছা (৮৫)। দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের তেথুঁলিয়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Posted ১০:২৮ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১