সোহাগ হোসেন জামালপুর জেলা প্রতিনিধি::-
জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল আনুমানিক ৫টার সময় উপজেলার সুখনগরী এলাকার জহির মেম্বার এ বাড়ি সংলগ্নে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোর পশ্চিম সুখনগরী এলাকার খলিল মন্ডল এর ছেলে ও জামালপুর জেলা পরিষদ সদস্য দৌলতজামান দুলাল হাজীর ভাতিজা সোহানুর রহমান আদর ( ১৫ ) । সে বালিজুড়ী শানশাইন একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পরিবার সুত্রে জানা গেছে, নিহত ওই কিশোর মটরসাইকেল যোগে বালিজুড়ী থেকে তার নিজ বাড়ী পশ্চিম সুখনগরী যাচ্ছিলেন। যাওয়ার পথে ইউপি সদস্য জহুরুল মেম্বার এর বাড়ি সংলগ্নে কাঠের সেতুতে পৌছালে,সেতুটি ভাঙ্গা দেখতে পান। পরে সেটি সংস্কারের জন্য পানিতে নেমে কাজ শুরু করে। আকাশে মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও সেটি সংস্কার করতেই থাকেন।এমন বজ্রপাত ঘটলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মৃত্যু নিশ্চিতের জন্য স্বজনরা তাকে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এলে পরিক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শামীম ইফতেখার মৃত ঘোষণা করেন।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১