মাসুদ রানা জয়, পার্বত্যচট্রগ্রাম ব্যুরো
খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে অমর জীবন চাকমা নামের এক সাবেক ইউপিডিএফ (প্রসীত) কর্মী নিহত হবার খবর পাওয়া গেছে।
২৬ জুন শনিবার ভোরে উপজেলার বরাদম নওয়া পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা।
নিহত অমর জীবন চাকমা সাজেক মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে।
স্থানীয়রা জানায়, সে গত দুই বছর আগে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফ দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং দীঘিনালার বরাদম এলাকায় বিয়ে করে নওয়া পাড়া এলাকায় কাচা তরকারি বিক্রি করে জীবন চালাতো।
২৬ জুন শনিবার ভোরে কয়েকজন অস্ত্রধারী যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনো বিস্তারিত জানা জায়নি। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
মাসুদ রানা জয়, পার্বত্যচট্রগ্রাম ব্যুরো
২৬/০৬/২০২১
01554225600
Posted ৯:১৬ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১