স্ট্যাফ রিপোর্টার :
ষ্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা বিভিন্ন মাঠে, চায়ের দোকানের পিছনে,সাপ্তাহিক বাজারের চায়ের দোকানের পিছনে,মুল্লাপাড়া দোকানের পেছনে, বাগানে বাগানে চলছে জমজমাট জুয়ার আসর।গোপন সুত্রে জানা গেছে, খয়েরহুদা গ্রামের বিভিন্ন মাঠে ও বাগানে বাগানে গোপনে চলছে জমজমাট জুয়ার আসর।আর এ আসরে বিভিন্ন এলাকা থেকে আসা জুয়ারীরা ভীড় করছেন।প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বান্ডেল নিয়ে বসছেন জুয়া খেলায়।এতে করে এলাকার যুবসমাজ দিন দিন ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। আর এসব জুয়ার বোর্ডে স্থানীয় রাজনৈতিক চামচা নেতারা প্রশাসন ম্যানেজের নামে প্রতিদিন মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।বতর্মান মহামারী করোনা রোগি এই গ্রামে বেশ কয়েকজন আক্রান্ত। তবুও নেই কোন ভয়।তারা মাক্স না পরেই সকল জায়গায় চলাচল করছে।ভারতীয় করোনা ভাইরাস ভয়াবহ রুপ ধারণ করেছে।সেই সব চিন্তা ভাবনা না করেই শনিবার ও মংগলবার গ্রামে বাজারে মাক্স বাদেই চলাচল,কেনাকাটা করছে।এই সকল দিকে একটু জরুরী ভাবে দেখভাল করলে এবং খয়েরহুদা গ্রামে জুয়া খেলা বন্ধে গভীর তদন্ত পূর্বক এসব জুয়াড়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যাবস্খা নিতে চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১