শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

নড়াইলের পল্লীতে হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী গ্রেফতার!!

উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে:

নড়াইলের পল্লীতে হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী গ্রেফতার!!

নড়াইলের লোহাগড়ার একটি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী শেখ আহাদুজ্জামান আহাদ (৪২) নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আহাদ উপজেলার ইতনা গ্রামের আকবর শেখ ওরফে আকু শেখের ছেলে এবং ইতনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ২০০৮ সালে ইতনা গ্রামের বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য মফিজ শেখ (৩৪) হত্যা মামলার আসামী। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রাম থেকে তাকে আটক করে এবং রাতেই

জেল হাজতে প্রেরন করে। মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের রোকনউদ্দীন শেখের ছেলে বিডিআর সদস্য মফিজ শেখকে ২০০৮ সালে ১৮ ফেব্রæয়ারী রাতে সন্ত্রাসীরা খুন করে মাঠের মধ্যে লাশ ফেলে রাখে। এ ঘটনায় তার ছোট ভাই হাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ( মামলা নং ১৬ তারিখ ২০.২.২০১৮)। মামলাটি প্রথমে লোহাগড়া থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে তদন্তভার ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ তদন্ত শেষে আ‘লীগনেতা আহাদসহ ১২ জনকে আসামী করে চার্জশীট দেয়। কিন্তু ডিবি পুলিশের তদন্তের বিরুদ্ধে বাদী আদালতে নারাজি দিলে নড়াইলের আমলী
আদালত বাদীর নারাজি গ্রহন করে, অধিকতর তদন্তের জন্য নড়াইল জেলা পুলিশের ওপর দায়িত্ব অর্পণ করেন। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম ওই ১২ জনকেই আসামী করে পূনরায় চার্জশীট দেন (যার নং ১৪৮ তারিখ ৯.৬.২০২১)। মামলার চার্জশীটভুক্ত ১২ আসামীর মধ্যে ঠান্ডু শরীফ, রজো শরীফ, হিরাঙ্গীর, ইউসুফ শেখ, সাহেব শেখ জামিনে আছে। এছাড়া আসামী তবি শেখ, ধলু শেখ, লিয়া শরীফ, মাবু শেখ, বাবু শেখ পলাতক রয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন জানান, বুধবার পলাতক আসামী আহাদুজ্জামান আহাদকে ইতনা এলাকা থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্য পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত দিন

Posted ৮:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com