মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় বালু ভর্তি ট্রাকের চাপায় মিন্টু মিয়া (২৬) আনোয়ার হোসেন নামে দুজন মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৫জুন) বিকেলে কুলাউড়া টু রবিরবাজার সড়কের পুরসাই পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এতে বাইকের পেছনে থাকা আনোয়ার হোসেন নামে এক ব্যাবসায়ী মারাত্বক ভাবে আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট আল হারামাইন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।নিহত মিন্টু মিয়া কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল মালিকের পুত্র। সে আরব আমিরাত প্রবাসী।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মিয়া এবং আনোয়ার হোসেন মোটরসাইকেল যোগে পুরসাই রাস্তা দিয়ে কুলাউড়া রবিরবাজার সড়কে প্রবেশ করছিলেন তখনই বালু ভর্তি একটি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দেয়। তখন ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়।ঘটনাস্থল থেকে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকেরা তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। এবং আনোয়ার হোসেন মারাত্মক আহত হওয়ায় উন্নতর চিকিৎসার জন্য তাকে সিলেট আল হারামাইন হাসপাতালে নেয়া হলে তিনিও মৃত্যু বরন করেন।
Posted ১১:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুন ২০২১